শীতকাল
আসিফা খাতুন
শীত এলো শীত এলো
গরম পেরিয়ে।
মাথার উপর ঠান্ডা এলো
কনকনিয়ে।
শীতকালে পরে সবাই
নরম গরম কাপড়
শীতকালে ধুম পড়ে
খেজুর রস, পিঠা পুলি আর পাপড়।
লিখেছে-
আসিফা খাতুন
৫ম শ্রেণি পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ।
1,981 Views