বাংলাদেশ
শাওফা খাতুন চৈতি
গাছে গাছে ফল, ঝাকে ঝাকে পাখি
বাংলাদেশের এমনই প্রকৃতি।
পাখির কন্ঠে মধুর গান,
শুনে মুগ্ধ হয়ে যায় সবার প্রাণ।
মাঠে মাঠে ফসল আর নদী ভরা জল।
রাখাল চরায় গরুর তলবল,
জেলে ভাই মাছ ধরে নদীর তীরে,
মাঝি নৌকা চালায় নদী সাগরে।
লেখক পরিচিতি:
শাওফা খাতুন চৈতি, ৫ম শ্রেণি, আঙ্গারিয়া পড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ।
1,954 Views