কোন ছবিটি আঁকবো আমি
ভেবে পাই না।
মনটা আমার কোন কিছুই
খুঁজে পাই না।
শেষে মনে পড়ে গেল
একটা ছবির কথা।
সে আমাদের বঙ্গবন্ধু
স্বাধীনতার নেতা।
——————————
কবিতাটি লিখেছে-
ইফফাত তাসনিয়া বিভা
শ্রেণি ৫ম
নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
চাঁপাইনবাবগঞ্জ।
1,685 Views