ফুল পাখি ভাই
ফুল পাখি ভাই
তোমাকে দেখতে চাই।
তোমাকে দেখে সরা জীবন
ফুল ফুটে যায়।
ফুলের গন্ধে আসে যে
প্রজাপতি ভাই,
প্রজাপতি ফুলের গন্ধে হতাশ হয়ে যায়
আর, ফুলের গন্ধ বাতাসে ভেসে বেড়ায়।
===========
আয়েশা সিদ্দিকা
৫ম শ্রেণি
পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যায়ল, চাঁপাই নবাবগঞ্জ।
2,171 Views