নৌকা
সানজিদা আক্তার
নৌ চলে নদীর জলে।
আকাশ পানে মেঘের মাঝে,
ভাবি কথা মনের মাঝে।
দেখছি ছবি মাঠে ধারে,
গল্প করি সবার সাথে।
প্রকাশ করি মনের কথা,
ভাবেনা কেউ নৌকার কথা।
লিখেছে:
নাম: সানজিদা আক্তার
রোল: ২১
শ্রেণি: পঞ্চম
স্কুল: পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়
চাঁপাইনবাবগঞ্জ।
1,863 Views