১. কাঁচায় তুল তুল, পাকায় সিঁন্দুর। যে না বলতে পারবে সে একটা ইঁদুর।
২. উপরে খোসা ভিতরে দানা দানা। যে বলতে না পারে সে একটা কানা।
লিখেছে-
তাসনিম আক্তার ইরা
৫ম শ্রেণি, শংকরবাটি পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ।
========================================
উত্তর:
১) মাটির হাঁড়ি।
২) বেদানা।
1,819 Views