খন্দকার বশির আহমেদ
আমি নিজের মনে নিজেই যেন
গোপনে ধরা পড়েছি।
কোন খেয়ালে এই আমারে
হারিয়ে ফেলেছি ।।
চম্মা কলির দুটি চোখে
ভবের কাজল একেছি যে
তারি পথে আশার মুকুল
ছড়িয়ে দিয়েছি।।
ঝর্ণা হাসির বাঁকে বাঁকে
কে যেন আমায় শুধু ডাকে
তাওে আমি খুশির ছোয়ায়
জড়িয়ে নিয়েছে।
1,616 Views