উন্নতি
ইসরাত তামান্না দিবা
ভোলানাথ লিখেছিলেন তিন চারে কতো?
গণিতে সে ভালো নয় অত!
তার ছেলে কাশীনাথ
স্কুলে পড়ে
গণিতে তার জ্ঞান বড়ো নড় বড়ে!
একদিন কাশী লেখে তিন চারে আশী
এই নিয়ে ক্লাস জুড়ে
বেশ হাসাহাসি।
চার ছয় চব্বিশ, চার পাঁচ কুড়ি
দেখলেই মাথা তার
করে ঘুরাঘুরি।
1,678 Views