বসন্তকাল
জান্নাতুল মেওয়া
শীত গেল বসন্ত এলো।
গেল কনকনে শীত।
এলা ককিলের ডাক।
নতুন পাতা গাছে ধরে,
নানা রকম ফুল পড়ে।
বসন্তের সময় যাই বাগানে
পাই নানা রকম ফুল।
ফুল দিয়ে মালা গাথি
খুঁশিতে মন হয় নাচি নাচি।
লেখক পরিচিতি:
জান্নাতুন মেওয়া
৫ম শ্রেণি, শঙ্করবাটি পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ।
2,157 Views