শুকনো পাতার নুপুর পায়ে
নাচিছে ঘূণি বায়
জল তরক্সেগ ঝিলমিল ঝিলমিল
ঢেউ তুলে সে যায়।।
দীঘির বুকে শতদল দলি
ঝরায়ে বকুল চাপারো কলি
চঞ্চল ঝরণার জল ছলছলি
মাঠের পথে সে ধায়।।
বনফুল আভরণ খুলিয়া ফেলিয়া
আলুথালু এলোকেশ খুলিয়া ফেলিয়া
পাগলিনী নেচে যায় হেলিয়া দুলিয়া
ধূলি ধূসর কায়।
ইরানি বালিকা যেন মরুচারিনি
ঈল্লীর পান্তর বন মনো হারিনি
ছুটে আসে সহসা গৈরিক বরণী
বালুকার উড়নী গায়।।
1,821 Views