ছবি
পরাগ মাহমুদ
ছবি আঁকি, ছবি আঁকি
দেশ ও মানুষের ছবি আঁকি,
ছবি এঁকে সবাই খুশি থাকি।
আঁকি গাছ, আঁকি বাড়ি
তুলি রং দিয়ে আঁকি।
নেই তুলি, নেই রং।
তবুও পেন্সিল রাবার দিয়ে আঁকি।
তবুও আমার শখ আঁকি ছবি
ছবি এঁকে খুশি থাকি।
লেখক পরিচিতিঃ
পরাগ মাহমুদ, ৫ম শ্রেণি, শংকরবাটি পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁপাই নবাবগঞ্জ।
   1,901 Views
 
                                                                                                
			   
			   
			   
			   
			   
			   
			   
			  
			   
			  
			  